সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আপনার সম্পদ


পৃথিবীতে আপনার জন্য সবকিছু নিস্ক্রিয় হয়ে গেলেও, দুটো জিনিস কখনোই স্থবির হবে না। এক. ব্যক্তিগত দক্ষতা। দুই. অর্জিত জ্ঞান। এ দুটোর যথাযথ ব্যবহার আপনাকে করে তুলতে পারে অনন্য। আর এ সব কিছুর উর্ধ্বে 'সময়'। যা আমরা হেলায় নষ্ট করি। ছদ্মবেশী বন্ধুর পিছে অপচয় করি। এটা একান্তই বোকামী বৈ কিছুই না। ভালো বন্ধুর চেয়ে দক্ষ-সৎ-বুদ্ধিমান বন্ধু উত্তম। বর্তমানে মেলে না। পেয়ে যে হারায়, সে মহা বোকা।

আমার ক্ষেত্রে বিষয়টা পর্যবেক্ষণের। যত্রতত্র মিশে যাওয়াটা রপ্ত করেছি তজ্জন্যে। গবেষণার খাতিরে অনেক কিছুই খতিয়ে দেখতে হয়। মানুষের প্রতিটি আচরণ, কথা ও কাজের চুলচেরা বিশ্লেষণ কঠিনতর একটি কাজ। যেটার চেষ্টা করি। তবে, দীর্ঘদিনের চর্চার ফলে বিষয়গুলো এখন অনেকটাই সহজ হয়ে গেছে।