সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

আসুন নিজেকে জানি; অন্যকে বোঝার চেষ্টা করি


খুবই সংক্ষেপে বলছি!

একবার একজন বিমান বন্দরের কেরানি বিমান চালানোর উপর একটি বই কিনলো; যা হয় আর কি! কিতাবী পাণ্ডিত্য জাহির করতেই হবে!

বই কিনে, মনের আনন্দে একখান বিমান নিয়ে উড়াল দেয়ার ফন্দি এটে; একপাতা পড়ে, আর সেটা অনুযায়ী স্টেপ বাই স্টেপ বিমান চালানোর প্রক্রিয়া শুরু করে দেয়।

মনের আনন্দে নিজের ইচ্ছা মত আকাশে উড়াল দিতে থাকে। বইয়ের পাতা শেষ হওয়ার পথে। এখন নামার প্রক্রিয়া। পড়তে পড়তে শেষ পাতায় গিয়ে দেখে লেখা আছে, বিমান নামানোর প্রক্রিয়া জানতে বইয়ের দ্বিতীয় খণ্ড পড়ুন। 

কিরাম ডা লাগে! সেটা তো কিনে নাই!

এজন্য বলা হয়, অনুকরণ, মুখস্তবিদ্যা আর স্বেচ্ছাচারী-মূর্খ-আচরণ; সব সময়ই ক্ষতির কারণ। বাস্তবতার আলোকে নিজেকে বুঝতে শেখা আর নিজের প্রয়োজন ও অন্যের মনস্তত্ব অনুধাবন এবং কর্মপন্থার অনুশীলনই গুরুত্বপূর্ণ বিষয়।

বোঝো নাই ব্যাপারটা!