সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

রাজকীয় মস্তিস্কে, রাজপ্রসূত ভাবনা


রাজনৈতিক ব্যাপার। মানুষ বলে, শালার পশ্চাতে বাঁশ দিয়েছে, আসলেই কি বাস্তবের বাঁশ পশ্চাতে ঢোকানো সম্ভব! সম্ভব না। কৌশলে বোঝানো হচ্ছে, ঢোকানো হচ্ছে অনেক কিছু। বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। রাজনীতি রাজার নীতি, বুঝতে হলে রাজকীয় মস্তিষ্ক দরকার! কথার কথা বললাম। কারণ, কথার পশ্চাতে অনেক কথা থাকে। খুঁজে বুঝতে হয়। অপরিণত মস্তিস্কে রাজপ্রসূত ক্রিয়াকলাপ বোঝা মুশকিল।

অভাববোধের যায়গা থেকে দুড়ুম করে গালি দেয়া সহজ। কিন্তু, বোধের পারদ উঠিয়ে বোঝা ভয়ানক কঠিন।

রাজনীতির কোন কলকাঠি কখন নাড়াবে বা নড়বে বোঝা বোদ্ধার কাজ। না বুঝে গালি দেয়া, নির্বোধের কাজ। যথাযথ চর্চা ব্যতিরেকে তা বোঝা মুশকিল।

রাজনীতির র বোঝার জন্য জানতে ও বুঝতে হবে, উদ্দেশ্য-বিধেয়। যে চলে আর যে চালায়, পার্থক্য রয়েছে উভয়ের। বোধ শিকেয় তুলে গালি-গালাজ করা আর মানুষ চরানো আকাশ-পাতাল ভাবনা ও বোধের ব্যাপার।