সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ব্যক্তি চেতনার কিছু দিক


যে ব্যক্তি যে কাজ করে জীবিকা নির্বাহ করে, সে ব্যক্তি সে কাজ পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ মনে করে; মানুষের কাছে সে কাজকে সবচেয়ে উত্তমরূপে উপস্থাপন করার চেষ্টা করে। মানে তার মাথায় সেটা ঘুরপাক খায়। এটা স্বাভাবিক। তবে, সমস্যাটা হচ্ছে, প্রকাশ্যে-অপ্রকাশ্যে অন্যকে বা অন্যের কাজকে ছোট করে দেখার প্রবণতা। "মুই কি হনুরে; গো-ধরা"। ভাইরে, মানুষ সামাজিক জীব। একে-অন্যের উপর নির্ভরশীলতা মানুষকে যুথবদ্ধ হতে উৎসাহ যোগায়। প্রজ্ঞাবানের নিকট নিজেকে হাসির পাত্রে পরিণত করার মানেই হয় না। আপনার কাছে যেটা অপ্রয়োজনীয়, আরেকজন সেটা হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে; কারণ, তার প্রয়োজন। আমি সব সময়ই বলি, "পৃথিবীতে কেউ কারো মত নয়, সবাই যার যার মত।" আসুন, বুঝতে শিখি।