সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

প্রত্যুজ্জীবন


মানুষ যখন নানান প্রতিকূলতা মোকাবেলা করে; তখন সে টিকে থাকার সংগ্রামে লিপ্ত হয়। সে তখন নানান ঘাত-প্রতিঘাতের মুখোমুখি হয়ে বহুধা বিষয়ে অভিজ্ঞ হতে থাকে। এ অভিজ্ঞতাগুলো চলার পথের মহা পাথেয় হয়ে থাকে সারাজীবন। জীবনে আপনি যতবার সমস্যার সম্মুখীন হবেন; ততবার আপনি নিত্য নতুন সমাধানের পথ আবিষ্কার করবেন। এ আবিষ্কারগুলো আপনার জীবনের মহা মূল্যবান সম্পদে পরিণত হবে। টাকা-পয়সা হাতের ময়লা; হাতে আসলে হাত ফস্কে বের হয়ে যায়; থাকে না; এটা সাময়িক, চিরকালীন নয়। কিন্তু, জীবনঘনিষ্ঠ অভিজ্ঞতা ও আবিষ্কারগুলো থেকে যাবে চিরদিন। এগুলোই আসল সম্পদ। এগুলোই ব্যক্তি-মানুষকে সম্পদে পরিণত করে। যারা নিজেদেরকে সম্পদে পরিণত করতে পারে, তারা মরে গিয়েও মানবকুলে বেঁচে থাকে দীর্ঘকাল।

কাজেই, জীবনঘনিষ্ঠ সমস্যাগুলোকে অবহেলা নয়; আবিষ্কার করুন নতুন নতুন সমাধানের; নিত্য নতুন পথের। দেখবেন, সমস্যাকে আর বিপদ মনে হবে না; তা জীবনের অবিচ্ছেদ্য অংশ মনে হবে; সমাধান করে নিজেকে নিয়ে যাবেন এক অনন্য উচ্চতায়।

লেখাটি পড়ার জন্য আপনাকে ধন্যবাদ!