সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ব্যাংক DPS ও লাইফ ইনস্যুরেন্সের মধ্যে পার্থক্য


১। কত বছরের জন্য DPS করবেন?
♦ ব্যাংকে ১০ বছর।
♦ লাইফ ইন্স্যুরেন্সে ১০ বছর।

২। কত হাজার টাকা মাসে জমা করবেন?
♦ ব্যাংকে ৫০০০ হাজার।
♦ লাইফ ইন্স্যুরেন্সে ৫০০০ হাজার। (লাইফ ইনস্যুরেন্সে অল্প কিছু টাকা যোগ করে চিকিৎসা খরচও নেয়া যেতে পারে।)

৩। ১০ বছরে কত টাকা জমা দিবেন?
♦ ব্যাংকে ৬ লাখ টাকা। 
♦ লাইফ ইন্স্যুরেন্সে ৬ লাখ টাকা।

৪। কেন জমা করবেন?
♦ ব্যাংকে জমানো টাকায় একটি বাড়ি তৈরি করবেন।
♦ লাইফ ইন্স্যুরেন্সে জমানো টাকায় একটি বাড়ি তৈরি করবেন।

৫। মেয়াদ শেষে কত পাবেন?
♦ ব্যাংকে ধরে নিলাম ০৯ লাখ হতে পারে।
♦ লাইফে ইনস্যুরেন্সেও ধরে নিলাম ০৯ লাখ+ হতে পারে।

৬। কোন কারণে ১ বছর পর জরুরী টাকার দরকার, এখন কি করবেন?
♦ ব্যাংকে সার্ভিস চার্জ কেটে নিয়ে আপনার জমা দেয়া টাকা ফেরত দিয়ে দিবে।
♦ লাইফ ইন্স্যুরেন্সে মেয়াদ শেষ হওয়ার আগে আপনি কোন টাকা ফেরত নিতে পারবেন না।

৭। আপনার স্বপ্নের বাড়ি তৈরির টাকা?
♦ ব্যাংক থেকে ফেরত নেয়া টাকা খরচ হয়ে গেল।
♦ লাইফ ইন্স্যুরেন্সে অনিচ্ছায় জমা হয়ে থাকল।

৮। হঠাৎ কঠিন কোন রোগে আক্রান্ত হয়ে গেলেন, তখন?
♦ ব্যাংক আপনাকে কিছুই দিবে না।
♦ লাইফ ইন্স্যুরেন্স ১.৫ লাখ থেকে ৫ লাখ টাকা পর্যন্ত ১ বার দিবে চিকিৎসার জন্য। যা আর ফেরত নিবে না। এটা আপনার ইনস্যুরেন্স পলিসির ধরনের উপর নির্ভর করে।

৯। কঠিন কোন রোগে আক্রান্ত হয়ে আল্লাহ্‌ না করুক, আপনি মারা গেলেন তখন?
♦ ব্যাংকে যত টাকা জমা দিয়েছেন তার ততোদিনের লাভ থেকে বার্ষিক ট্যাক্স কেটে আপনার নমিনীকে দিবে।
♦ লাইফ ইন্স্যুরেন্সে ট্যাক্স কাটা ছাড়াই পুরো ৬ লাখ টাকা ও জমাকৃত টাকার লাভ সহ আপনার  নমিনীকে দেয়া হবে ১ সপ্তাহের মধ্যে। কোম্পানিভেদে সময়টা কমবেশি হতে পারে। কারণ, সব কোম্পানি যে লাভে ব্যবসা করবে এমনটা ভাবা বোকামি। আমাদের ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স কোম্পানি লিমিটেডে শর্তসাপেক্ষে আপনি চাইলে মেয়াদ শেষের পরের দিনই আপনার টাকা নিতে পারবেন।

১০। কোন দূর্ঘটনায় আপনি সম্পূর্ণ অক্ষম হয়ে গেলেন, তখন?
♦ ব্যাংকে হয় আপনাকে DPS বন্ধ করে দিতে হবে নতুবা টাকা জমা দিয়ে যেতে হবে।
♦ লাইফ ইন্স্যুরেন্সে আপনাকে আর কোন প্রিমিয়াম বা মাসিক কিস্তি জমা দিতে হবে না, লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি তা প্রদান করে যাবে। (শর্ত প্রযোজ্য)

♥ লাইফ ইনস্যুরেন্সে আরো বহুবিধ আর্থিক সুযোগ-সুবিধা রয়েছে। লেখা বড় হয়ে যাচ্ছে, পড়তে বিরক্তি আসতে পারে বিধায় আর লিখলাম না।

♥ মনে কোন প্রশ্ন থাকলে নিঃসঙ্কোচে কমেন্ট বক্সে লিখতে পারেন। তবে, আশাকরি অবাঞ্চিত প্রশ্ন করে নিজেকেই প্রশ্নবিদ্ধ করবেন না। ধন্যবাদ!

♦ আসুন সঠিক যায়গায়, সঠিক পন্থায় ও বিশ্বস্ত ব্যক্তির সহায়তায় ইনস্যুরেন্স করে নিজেকে, নিজের পরিবারের ভবিষ্যতকে সুরক্ষিত রাখি ও আর্থিক নিরাপত্তা নিশ্চিত করি।

যে কোন প্রয়োজনে নিঃসঙ্কোচে যোগাযোগ করুনঃ
আব্দুর রহিম,
ফাইন্যানসিয়াল এসোসিয়েট,
ন্যাশনাল লাইফ ইনস্যূরেন্স কোম্পানি লিমিটেড,
ব্লক-৫৫৩৮, ধুলিহর, সাতক্ষীরা।
মোবাইলঃ ০১৭৯৩-৬৮৮৭৩৩.