সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

ছোটলেখা (৯৩১)


৯৩১. নিজেকে কখনো উচ্চতর কিছু মনে করি না। একজন ভালো মানুষ হিসেবে বাঁচার তাগিদ অনুভব করি সব সময়। সবার সঙ্গে হেসে-খেলে দিনাতিপাত করি। কাউকে ছোট মনে করার মধ্যে কোন বাহাদুরি নেই। আপনার চেয়ে কম যোগ্যতা সম্পন্ন লোকগণ কাজ করে এগিয়ে যাচ্ছে। আর আপনি নিজেকে অনেক বেশি যোগ্য মনে করে যেখানে বসে ছিলেন সেখানেই পড়ে আছেন। ভালো কিছু করতে হলে চেষ্টার উর্ধ্বে কিছুই নেই। হয় জিতবেন, না হয় শিখবেন। ভয় পাওয়ারও কিছু নেই। ভয় মনের বিকার। অকাজে সময় অপচয় না করে, নতুন কিছু করতে সময় ব্যয় করা অনেক ভালো।