সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

লক্ষ্যে যখন অবিচল থাকা কঠিন


ধরুন, আপনি লক্ষ্যে তীর তাক করেছেন; এমন সময় কেউ এসে আপনাকে কাতুকুতু দিল। আপনার অবস্থা কি হবে; আর তীরের অবস্থাই বা কি হবে? এই কাতুকুতু দেওয়া লোকের সংখ্যাই ঢের বেশি। লক্ষ্যে অটল থাকা কঠিন হয়ে যায় এদের জন্য।

আরো একটা শ্রেনী আছে যারা শুধু প্রত্যাশার বাণী শুনিয়ে যারপরনায় হয়রানি করে মানুষকে। খুবই খারাপ, জঘন্য কাজ। প্রবাদে আছে, “বাচতে হলে, জানতে হবে।”